আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

বখাটের উৎপাতে ছাত্রীর লেখাপড়া বন্ধের উপক্রম

বরগুনার তালতলীতে বখাটের উৎপাতে জুঁই নামের এক স্কুলছাত্রীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ভয়ে সে স্কুলে যাওয়া বন্ধ করার পর শিক্ষকদের সহায়তায় পুনরায় স্কুলে গেলেও ভয় আর আতঙ্কের মধ্যে থাকতে হয় তাকে। বখাটে শাহিনের আতঙ্কে লেখাপড়াও হচ্ছে না তার। এলাকার চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ার পরও কোনো প্রতিকার পাচ্ছে না জুঁইয়ের পরিবার। জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের জালাল উদ্দিন প্যাদার মেয়ে জুঁই কড়ইবাড়িয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রী স্কুলে আসা-যাওয়ার পথে পার্শ্ববর্তী শহিদ গাজীর বখাটে ছেলে শাহিন (৩০) তাকে উত্ত্যক্ত করে আসছে। ইতোপূর্বে শাহিন দুইটি বিয়ে করে স্ত্রীকে তালাক দিয়েছে। ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় সে। রাজি না হওয়ায় হত্যা ও এসিড নিক্ষেপের হুমকি দেয় শাহিন। কড়ইবাড়িয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খবির উদ্দিন পনুু তালুকদার বলেন, তাদের স্কুলের নবম শ্রেণির নিয়মিত ছাত্রী জুঁই। কয়েকদিন পর্যন্ত ওই ছাত্রী স্কুলে না আসায় তাদের বাড়ি গিয়ে খবর নিয়েছি। স্কুলে আসার পথে বখাটে শাহিন প্রায়ই জুঁইকে উত্ত্যক্ত করে। ফলে সে নিয়মিত স্কুলে আসতে পারে না। শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাশার তালুকদার জানান, অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য চৌকিদারের মাধ্যমে শাহিনের নিকট নোটিশ পাঠিয়েছি। শাহিন ও তার অভিভাবকরা সে নোটিশ না দেখে চৌকিদারকে গালাগাল করে তাড়িয়ে দিয়েছে। তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ওই ছাত্রীর অভিভাবকের মাধ্যমে ঘটনা শুনেছি। তবে মামলা করেনি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close