পাবনা প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৮

নির্মাণের ২ দিনেই বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

পাবনার সাঁথিয়াÑমাধপুর স্থানীয় মহাসড়কের বোয়াইলমারী গোরস্তানসংলগ্ন নির্মাণাধীন একটি ব্রিজের টেম্পরারি বেইলি ব্রিজ নির্মাণের দুই দিনেই ভেঙে পড়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রিজটি ভেঙে পড়ে।

বৃহস্পতিবার সকালের দিকে একটি ট্রাক ওই ব্রিজের ওপর ওঠে। এতে ব্রিজের চেকার্ড প্লেট ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিও। পরে যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

জানা গেছে, পাবনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে সাঁথিয়াÑমাধপুর সড়কের বোয়াইলমারী গোরস্তানসংলগ্ন একটি নতুন ব্রিজের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সকে দেওয়া হয়। সেখানে যানবাহন চলাচলের জন্য টেম্পরারি একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি দুই দিন অতিবাহিত হতে না হতেই চেকার্ড প্লেট ভেঙে যায়। সড়ক ও জনপথ বিভাগের গাফলতি আর ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মকেই দায়ী করছেন এলাকাবাসী।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুছ অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি মিজানুর রহমান বলেন, ‘অল্প সময়ের মধ্যেই এটাকে মেরামত করে যান চলাচলের উপযোগী করে তুলছি আমরা।’ এ ব্যাপারে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমিরন রায় বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist