সাভার (ঢাকা) প্রতিনিধি

  ১০ জুলাই, ২০১৮

সাভারে খাল ও কৃষিজমি রক্ষায় মানববন্ধন

সরকারি খাল ও কৃষিজমি দখল করার প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ কৃষক ও এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকায় হাতে হাত ধরে এ কর্মসূচি পালন করেন তারা। এতে এলাকায় কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। তাদের অভিযোগ, সুগন্ধা প্রপার্টিজের মালিক আলম চাঁন এই জমি ও দখল করছেন। তাদের দাবি, আলম চাঁন প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জমি জোর পূর্বকভাবে দখল করে নেন।

মানববন্ধনে এলাকাবাসী ও কৃষকরা জানান, গত কয়েকদিন ধরে কোন্ডা কোটাপাড়া এলাকায় বামন্নী খাল ও কৃষকদের জমিতে জোর পূর্বকভাবে বালু দিয়ে ভরাট করে দখল করেন সাভারের হেমায়েতপুর-আলমনগর সুগন্ধা প্রপার্টিজের মালিক আলম চাঁন। এলাকাবাসী অবিলম্বে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে বামন্নী খাল আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া ও কৃষিজমি রক্ষার দাবি জানান। এ সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে এলাকায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist