চাঁদপুর প্রতিনিধি

  ১২ জুন, ২০১৮

‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়

চাঁদপুরে ‘গণমাধ্যমের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা গতকাল সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ’ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মঈনুল হাসান, ইউএনডিপির কমিউনিকেশনস ও আউটরিচ স্পেশালিস্ট অর্পণা ঘোষ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সরকার গ্রাম আদালতকে শক্তিশালী করতে চায়। গ্রামের সাধারণ মানুষকে জানতে হবে ছোটখাটো সমস্যায় উচ্চ আদালতে না গিয়ে মাত্র ১০-২০ টাকা ফি দিয়ে গ্রাম আদালতে সমাধান করা সম্ভব। গ্রাম আদালতগুলো কি ধরনের কাজ করছেন এবং জনগণ কি সুবিধা পাচ্ছেন, কোন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে এসব বিষয়গুলো সাংবাদিকদের তুলে ধরারও আহ্বান জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist