সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১১ জুন, ২০১৮

কাঁচপুরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি লাঘবের জন্য কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। গতকাল রোববার হাইওয়ে থানা পুলিশের ওসি কাইয়ুম আলী সরদারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড়ে দুই পাশের সরকারি জমি দখল করে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি, সন্ত্রাসী ও চাঁদাবাজচক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে দীর্ঘদিন ধরে ভাড়া বাণিজ্য চালিয়ে আসছিল। এসব দোকান থেকে এককালীন ৩০-৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে দৈনিক ২০০-৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে আসছে। এসব অবৈধ দোকান থেকে ভাড়া বাণিজ্যের আধিপত্যকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানান, কাঁচপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছি। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল যেন স্বাভাবিক থাকে, ঈদ উপলক্ষে মানুষ যাতে নির্বিগ্নে নিরাপদে বাড়ি যেতে পারে এবং মানুষের চলাফেরা যেন সুষ্ঠু ও স্বাভাবিক থাকে সে লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যান চলাচল উন্মুক্ত করছি। তিনি আরো বলেন, উচ্ছেদ অভিযানের পরপরই অবৈধ দখলদাররা আবারো দখল করে যেন দোকানপাট বসাতে না পারে সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist