ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৪ জুন, ২০১৮

‘শত্রুতায়’ কাটা পড়ল ৩ শতাধিক চারা গাছ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী মনোহরপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে জনৈক মনির হোসেনের জমিতে থাকা প্রায় ৩৫০টি উন্নত জাতের আম ও কাঁঠালের চারা কেটে ফেলেছে। খবর পেয়ে গতকাল রোববার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরেজমিন দেখা যায়, মনোহরপুর গ্রামে ছোট-বড় চারা গাছগুলো মাঝখান থেকে কেটে ফেলায় অর্ধেক কা- খাড়া আর বাকি অংশ ডালপালা পাতাসহ মাটিতে পড়ে আছে। ওই জমিতে বসবাসকারী মনির হোসেনের কেয়ারটেকার সিদ্দিকের মা বানেছা খাতুন (৬০) জানান, ঘটনার সময় ১০-১৫টি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার যোগে লোকজন এসে কুপিয়ে গাছগুলো কেটে ফেলে যায়। এ সময় তারা তার ছেলে সিদ্দিককে খোঁজাখুঁজি ও অশ্লীল ভাষায় গালাগাল করে। তাদের প্রত্যেকের হাতে লাঠি, হকিস্টিক ও রামদাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল।

এ ব্যাপারে জমির মালিক মনির হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে হবিরবাড়ীর তরিফ উল্লাহর ছেলে নাঈম হোসেন ডালিম ৩০-৪০ জন সশস্ত্র লোক নিয়ে চারা গাছগুলো কেটে ফেলেছে। এ ব্যাপারে নাঈম হাসান ডালিম বলেন, মনিরের লোকজন আমার বাবাকে মেরে গুরুতর আহত করেছে। পরিকল্পিতভাবে মনির হেসেন এ কাজটি করে থাকতে পারে। আমি বা আমার কোনো লোকজন গাছ কাটেনি। নিজেরাই গাছ কেটে আমাদের দোষারোপ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist