শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৭ মে, ২০১৮

শাহজাদপুর ও বগুড়ায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। সভায় স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সোহরাব আলী। বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পথ প্রদর্শক ও আলোকবর্তিকা। রবীন্দ্রনাথ আমাদের সকল সাফল্যের প্রেরণা। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন ড. তানভীর আহামদ ও বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রওশন আলম।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, গত মঙ্গলবার রাত ৮ টায় রাডার সাইন্স একাডেমি অ্যান্ড স্কুলে সাহিত্য ভাবনার ছোট কাগজ ‘অপরাজিত’ এর আয়োজনে রবীন্দ্র-নজরুল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাজিত’র সম্পাদক নাহিদ হাসান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রবীন্দ্র-নজরুলের কর্মময় জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, কবি মুহম্মদ রহমতুল বারী, শিবলী মোকতাদির, ইসলাম রফিক, দারা চৌধুরী, সিকতা কাজল, অপরাজিত’র সহ-সম্পাদক লতিফ আদনান, উপদেষ্টা তৌহিদুজ জামান পলাশ প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist