সাতক্ষীরা প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০১৮

সিসি ক্যামেরার আওতায় সাতক্ষীরা পৌরসভা

অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে সাতক্ষীরা শহরের পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় এনেছে পুলিশ। জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের কাজটি বাস্তবায়িত হয়েছে। ব্যবসায়ী আবুল কালাম বাবলা বলেন, পৌরসভা সিসি ক্যামেরার আওতায় আনার ফলে ইতিমধ্যে তার সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ, শহরের মধ্যে কমেছে অপরাধমূলক কর্মকা-। সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র সোহাগ হোসেন, শহরের আমতলা মোড় এলাকার ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, ইতিমধ্যে বিভিন্ন স্থানে অনেক হত্যাকারীও শনাক্ত হয়েছে সিসি ক্যামেরার সুবাদে। পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, ৩১ মার্চ সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সাতক্ষীরায় সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাতক্ষীরা পৌর এলাকার মধ্যে ১৫০টির মত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এসপি অফিসে স্থাপিত ১২টি টিভি স্কিনের মাধ্যমে সার্বক্ষণিকভাবে তিনজন অফিসার এগুলো মনিটরিং করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist