মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০১৮

মঠবাড়িয়ায় সাংবাদিক কন্যা ঊর্মি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাংবাদিক কন্যা চাঞ্চল্যকর ঊর্মি (১০) হত্যা মামলার আসামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মঠবাড়য়া উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত মানববন্ধন থেকে আসামী ছগির আকনের ফাঁসির দাবি করেন তারা। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. মাাইনুল আহসানের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর মো. বাচ্চু মিয়া আকন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, এমাদুল হক খান, মো. ফারুক-উজ জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সম্পাদক জিল্লুর রহমান, রিপোটার্স ক্লাবের সভাপতি মো. নাজমুল আহমান কবির, সম্পাদক মো. কামরুল আকন, উপজেলা যুবলীগের সম্পাদক জুলহাস শাহিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মো. দুলাল মিয়া, শ্রমিক লীগ নেতা মল্লিক রুম্মন আহম্মেদ, সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স, মোস্তফা কামাল বুলেট, শ্রমিক নেতা আবু হানিফ ও নিহত ঊর্মির বাবা সাংবাদিক জুলফিকার আমীন সোহেল।

আসামী ছগির জামিন পেয়ে দেশ থেকে পালিয়ে গেছে বলে দাবি করে বক্তারা দ্রুত আসামীর স্বজন ও আদালত থেকে ছগিরের জামিনদারদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে যারা অভিযুক্তকে নেপথ্যে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের হাতে তুলে দেওয়া হয়। এর অনুলিপি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়েও দেওয়া হয় ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist