প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ মার্চ, ২০১৮

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে এফডব্লিউএর মানববন্ধন

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির (এফডব্লিউএ) উদ্যোগের ছয় দফা দাবিতে গতকাল সোমবার দেশে বিভিন্ন স্থানে মানববন্ধন পালিত হয়েছে। পরে পরে ইউএনও এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে মহাপরিচালক বরাবর স্মরনলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে: দ্রত পদোন্নতি বাস্তবায়ন, মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন, এফডব্লিএদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারন, কর্মীদের সিলেকশন গ্রেড নিশ্চিতকরণ এবং পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউভি) পদে ইনসার্ভিস ট্রেনিং’র সুযোগ। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেস ক্লাবের সামনে সরাইল শাখা সমিতির সভাপতি শেখ এখলাছুর রহমান ও সম্পাদক আনিছ মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক কর্মচারী মানববন্ধনে অংশ নেয়।

ভোলা : ভোলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন এফডব্লিউএ ভোলা জেলা সভাপতি শমসের আলী, সদর উপজেলার সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক মেজবা উদ্দিন প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেনÑআব্দুল আলিম, মুজিবুর রহমান, আবু জাফন সিদ্দিকী, জাকির হোসেন, কার্ত্তিক চন্দ্র শীল, নাছিমা বেগম প্রমুখ। পরে ইউএনও প্রভাংশু সোম মহান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসানের মাধ্যমে মহাপরিচালক বরাবর স্মরনলিপি প্রদান করা হয়।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলা চত্তরে মানববন্ধনে সমিতির সদর শাখার সহসভাপতি আতিকুজ্জামান সোহেল, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা দিলারা বেগমসহ অন্যান্যরা বক্তব্য দেন।

নরসিংদী : নরসিংদী সদর উপজেলায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক এনামুল হক, দেলোয়ার হোসেন ভুঁইয়া, আফজাল শরীফ, আনোয়ার হোসেন, শরীফ, রনি মিয়া, সাইফুল ইসলাম, মইনুল হোসেন, সাজিদুল আরিফিন, মোরাদ হোসেন মোল্লা, মোহাজ্জেম হোসেন, বিউটি শিকদার, রতœা আক্তার, জোসনা বেগম, আরজুদা বেগম, খোদেজা বেগম, আব্দুল খালেক প্রমুখ।

গাইবান্ধা-গোবিন্দগঞ্জ : গাইবান্ধার সাঘাটা উপজেলা শাখার উদ্যোগে কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি সেকেন্দার আলী, সাঘাটা উপজেলা শাখার সভাপতি রুহল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহসভাপতি সুলতানা রোখসানা, নিশাওয়াৎ নাহার প্রমুখ। এদিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলা এফপিআই ও এফডবি¬উএ কর্মীদের ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি মানিকুর রহমান (এফপিআই), সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার (এফপিআই), কোষাধ্যক্ষ পারভিন বেগম (এফপিআই), নাজমা বেগম প্রমুখ ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের ৬ দফা দাবিতে মানববন্ধনে সমিতির উপজেলা নেতৃবৃন্দ বলেন, পরিবার পরিকল্পনার যা কিছু অর্জন তার মূল চালিকা শক্তি মাঠ কর্মচারীগণ। অথচ তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা হয়েছে।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির উপজেলা সভাপতি মাসুদ হাছান, সম্পাদক সুলতানা রাজিয়া চোধুরী, সদস্য উম্মে সালমা চোধুরী, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক তথ্য সম্পাদক রুবেল প্রমুখ। পরে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সিংড়া (নাটোর) : সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালযয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির জেলা সভাপতি রাকিব হোসেন, সদস্য রেজেকা খাতুন, উপজেলা সভাপতি মনিরুজ্জান, সম্পাদক মাকছুদা খাতুন, সাংগঠনিক আব্দুর রউফ, সদস্য সাজিয়া আফরিন প্রমুখ।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির উপজেলা শাখার সভাপতি শাজাহান আলী, সম্পাদক মেরিনা আকতার, মাঠকর্মী ফরহাদ হোসেন প্রমুখ। পরে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইউএনও’র মাধ্যমে

অধিদফতরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির জেলা সহসভাপতি বিশ্বনাথ, সাবেক সহসভাপতি ইউছুফ আলী, কচুয়া শাখার সভাপতি সমির চন্দ্র রায়, সম্পাদক নিলুফা আক্তার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, কোষাধক্ষ্য প্রনয় সূত্রধর, মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসি আক্তার প্রমুখ।

কাশিয়ানী-কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন রনজিত সরকার, অনিমেষ চন্দ্র বিশ্বাস, দেবাশীষ চক্রবর্তী, নাহিদা খানম, আসমা আক্তার শিমু, আমেনা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে অধিদফতরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে জেলার কোটালীপাড়া উপজেলায় মানববন্ধনে সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আঃ জলিল হাওলাদার, কোটালীপাড়া শাখার সভাপতি মনিমোহন বাড়ৈ, জেলা কমিটির সদস্য তাসলিমা খানম, সালমা চৌধুরী, আলিম সিকদার বক্তব্য দেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, মাঠ কর্মচারী সমিতির সভাপতি রাজীব কুমার সরকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিপুল চন্দ্র পাল, সহসভাপতি সুরাইয়া আক্তর খানম, উপজেলা শাখার সম্পাদক আলম মিয়া, আবু কাওসার, সুদেব সাহা, গৌতম সরকার, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

ধোবাউড়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের উপজেলা সভাপতি মীর মোশারফ হোসেন, সম্পাদক মায়া আরেং প্রমুখ। পরে ইউএনও, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসি এইচএফপি) বরাবরে স্মারক লিপি প্রদান করে সমিতির নেতৃবৃন্দ।

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির পিরোজপুর জেলা শাখার মহিলা বিষায়ক সম্পাদিকা রজিনা আক্তার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমা সুলতানাা, পরিবার কল্যাণ সহকারী সালমা আক্তার, নিতাই কিত্তুনিয়া, শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরির্দশক রেজাউল করিম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist