প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ মার্চ, ২০১৮

মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ অব্যাহত

জনপ্রিয় কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

গবি : সাভার গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় অনুষ্ঠিত মানববন্ধনে হামলার তীব্র নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। দ্রুততম সময়ের মধ্যে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির সম্পাদক ড. অলী উল্যাহ সঞ্চালনা ও সমিতির সভাপতি ড. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাচার্য ড. হারুন উর রশিদ আসকারী, উপউপাচার্য ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা, ড. মাহবুবর রহমান, ড. কামাল উদ্দিন, ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ড. মাহবুবুল আরেফিন প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধনে জেলা প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সম্পাদক নিজাম জোয়ারদার, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, আমিনুর রহমান টুকু, পৌর আ.লীগের সম্পাদক নজরুল ইসলাম, আসাফো জেলা শাখার সভাপতি একরামুল হক লিকু প্রমুখ বক্তব্য দেন। এরআগে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা আ.লীগের দফতর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, নিসচা জেলা সভাপতি অ্যাড. মনোয়ারুল হক লাল, সহসভাপতি শাহিনুর আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মেজবারুল করিম মাজীদ, কসাসের সম্পাদক প্রতাপ আদিত্য প্রমুখ।

লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনে ১৪ দলের আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর গিয়াসউদ্দিন ভুঁইয়া, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সরদার আব্দুল হাই, আ.লীগ নেতা ইদ্রিস শেখ, শেখ বুলবুল ইসলাম বুলু, তাজুল ইসলাম কুটি, জাহাঙ্গীর আলম, কাজল প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের মানববন্ধনে প্রভাষক মোমিন উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সম্পাদক প্রভাষক পরিমল কুমার সাধু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, অ্যাড. শফিকুল ইসলাম কচি, রবীন্দ্রনাথ কর্মকার, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, এন ইসলাম সাগর, তরুণ কুমার মন্ডল, আব্দুল ওহাব বাবলু প্রমুখ।

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। এতে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, সহউপাচার্য আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, প্রক্টর লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক সুলতান উল ইসলাম, অধ্যাপক রেজাউল করিম বকশী প্রমুখ।

এর আগে সকালে একইস্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক মলয় ভৌমিক, অধ্যাপক অরুণ কুমার বসাক, অধ্যাপক হাসিবুল আলম প্রধান, অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, অধ্যাপক শাহ আজম শান্তনু প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আফসার উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হক, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, ছাত্রলীগের সম্পাদক আল মামুন, পোগলদিঘা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি প্রফেসর ড. ফজলুল হক, প্রোভিসি প্রফেসর মোহাম্মদ আলী, ডিন প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত. সহকারী অধ্যাপক শাহীন হোসেন, প্রফেসর ড. এস এম তাওহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. গোপাল সাহা, প্রভাষক তরিকুল ইসলাম প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, লেখক সংঘের সভাপতি মন্ডলীর সদস্য লুৎফর রহমান, সম্পাদক পলাশ মাজাহার, সাংগঠনিক সম্পাদক রইছ উদ্দিন, যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আমিরুল মোমেনীন, একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক মজিবুর রহমান ফকির, সাপ্তাহিক রাজগৌরীপুর’র উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম প্রমুখ।

কুষ্টিয়া : কুষ্টিয়া থানা মোড়স্থ বকচত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার উদ্যোগে ও সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত মুক্তিযোদ্ধা আলী নওয়াজ, শাহাবুব আলী, অধ্যাপক আসাদুর রহমান, খন্দকার শাসসুল আলম দুদু, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক আমিরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক শাহীন সরকার, উদীচী জেলা সম্পাদক অধ্যাপক গোপা সরকার, মুক্তিযোদ্ধা সন্তান মীর জাহীদ, কনক চৌধুরী, নাসির উদ্দিন, রাশিব রহমান, আকতারুজ্জান, সৈয়দা হাবীবা, রুশদী, শরীফ বিশ^াস, হাসান আলী প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুর সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আবদুল্লাহ আল আমীন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক খেজমত আলী মালিথা, সহযোগি অধ্যাপক এনাম হোসেন, ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক কাবিল উদ্দীন প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে হামলার প্রতিবাদ সহ এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। এ সময় পটুয়াখালী জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী : রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মুনীরুল হক মুনীর, উদীচী শিল্পী গোষ্ঠির সম্পাদক আজিজুল হাসান খোকা, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, ব্যবসায়ী প্রভাত দাস বিষ্ণু, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদক অ্যাড. মাহবুব রহমান, সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, সাংস্কৃতিক কর্মী ফকীর শাহাদৎ হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist