নিজস্ব প্রতিবেদক

  ১৫ জুলাই, ২০১৯

বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ পেনশন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মীরা। সারা দেশ থেকে ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। গতকাল রোববার দুপুর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

মৌলভীবাজার পৌরসভার সচিব ইসহাক ভূঁইয়া এ সময় বলেন, ‘আমাদের বেতন-ভাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে পৌরসভা থেকে সংগ্রহ করতে হয়। কিন্তু, পৌরসভার আয় সংকুলান না হওয়ায় অনেকেরই বেতন দীর্ঘ কয়েক মাস ধরে বকেয়া রয়েছে। যার ফলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। আমরা চাই, আমাদের বেতন-ভাতা পেনশন সুবিধা সবকিছুই সরকারি কোষাগার থেকে দেওয়া হোক। যতদিন আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করে যাব।’

ফরিদপুর পৌরসভা কর্মকর্তা শফি উদ্দিন শেখ বলেন, ‘আমাদের এক দফা এক দাবি। সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দিতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close