আলী আজীম, মোংলা (বাগেরহাট)

  ০৪ মে, ২০২৪

উপজেলা নির্বাচন

মোংলায় আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ

আবু তাহের হাওলাদার, ইব্রাহিম হোসেন, ইকবাল হোসেন ও সবুজ হাওলাদার ছবি: প্রতিদিনের সংবাদ

বাগেরহাটে মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরাই লড়ছেন দলটির বিরুদ্ধে। প্রভাবশালী একাধিক নেতা এ উপজেলায় প্রার্থী হয়েছেন। তারা একে অন্যকে ঘায়েল করতে মরিয়া। এ কারণে দলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন।

জানা যায়, তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। এ উপজেলা পরিষদ নির্বাচনে লড়ছেন ১৪ জন প্রার্থী।

জানা যায়, গত বৃহস্পতিবার ছিল তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে প্রার্থী হচ্ছেন না জামায়াত বা বিএনপির কোনো নেতা।

নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বর্তমান ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার মনোনয়ন দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মোংলা উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, পৌর যুবলীগের সহ-সভাপতি জামাল হেসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি, জাতীয় শ্রমিকলীগের বুড়িডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি জিহাদ সরদার টনি, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ আল আমিন, আওয়ামী লীগ সমর্থক সনেট হালদার ও ওবাইদুল ইসলাম।


  • উপজেলা নির্বাচনে লড়ছেন ১৪ প্রার্থী। তৃতীয় ধাপে ভোট ২৯ মে
  • যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহার ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে
  • উপজেলায় এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা
  • প্রার্থী হচ্ছেন না জামায়াত-বিএনপির কেউ

নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার হাই, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সরবরিয়া দরিয়া ও সোমা মন্ডল ছায়া মনোনয়ন দাখিল করেছেন।

সাধারণ ভোটাররা বলছেন, নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগের নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত হতে পারে। যদি ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পায় এবং নির্বাচন নিরপেক্ষ হয় তাহলে জনপ্রিয় প্রার্থীরাই জয়ী হবেন।

মোংলা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী এ উপজেলায় নির্বাচনী মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে। একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের মোট ৪৮টি কেন্দ্রে ভোট দেবেন ১ লাখ ২০ হাজার ৫০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৫০৩, নারী ভোটার ৬০ হাজার ১ জন এবং তৃতীয় লীঙ্গের তিনজন ভোটার।

মোংলা উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ২৯ মে ভোটের দিন ঠিক রেখে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগেরহাট,মোংলা,উপজেলা নির্বাচন,প্রার্থী,আওয়ামী লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close