অনলাইন ডেস্ক
১৮ মে, ২০২৪
এবার ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় আগুন লেগেছে। শনিবার (১৮ মে) সকাল পৌনে ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চারতলা ভবনটির দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন লাগে। সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন