নিজস্ব প্রতিবেদক

  ২৯ এপ্রিল, ২০১৯

শিশুর প্রতি সহিংসতার হার উদ্বেগজনক

বাংলাদেশে শিশুদের প্রতি সহিংসতার মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। দেশে ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের ফলে মৃত্যু হওয়া শিশুদের সংখ্যা উল্লেখ করে দেওয়া পরিসংখ্যান জানিয়ে এ উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশন জানায়, ২০১৮ সালে সারা দেশে ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের কারণে মারা গেছে ২৭১ শিশু। এ ছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১০০৬ জন।

প্রতিষ্ঠানটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাফিজা শাহীন শিশু নির্যাতনের একটি চিত্র তুলে ধরেন। তিনি জানান, ২০১৮ সালে ৪৩৩ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ২২ শিশু। যৌন নির্যাতনের ফলে মারা গেছে একজন। এ ছাড়াও ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৫৩ শিশুর ওপর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close