reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০১৭

দেশ পরিচিতি

ইতালি

পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ইতালি। এটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। উত্তর সীমান্তে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া স্লোভেনিয়া এবং দক্ষিণে ইতালীয় উপদ্বীপ, ভূমধ্যসাগর সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলি ও সারদিনিয়া এবং আরো অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান মারিনো ও ভ্যাটিকান সিটি ইতালির অধিভুক্ত।

ইউরোপের পঞ্চম ও বিশ্বে ২৩তম জনবহুল দেশ ইতালি। জলবায়ু নাতিশীতোষ্ণ। রোমান সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্রস্থল হওয়ার কারণে এটিকে রাজধানী করা হয়। পরবর্তী সময়ে অনেক ভিনদেশি ও উপজাতি এখানে বসতি স্থাপন করে। ১৯ শতকের শেষের দিকে বহু দেশে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতালি। এর শাসন ছড়িয়ে গিয়েছিল লিবিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, আলবেনিয়া, ডোডেকানিস পর্যন্ত। অন্তর্ভুক্ত হয়েছিল চীনের তিয়ানজিন শহরও। ইতালিকে বিশ্বের ২৩তম উন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়। ইতালিয়ানরা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত। জীবনযাপনের মান হিসেবে বিশ্বের সেরা দশে এর অবস্থান। ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও জি-৮, জি-২০ ও ন্যাটোর সদস্য। পুরো নাম : ইতালি প্রজাতন্ত্র। রাজধানী ও সর্ববৃহৎ শহর : রোম। রাষ্ট্রভাষা : ইতালীয়। ধর্ম : খ্রিস্টান (৮৩.৩%), কোনো ধর্মে বিশ্বাসী নয় (১২.৪%), ইসলাম (৩.৭%), বৌদ্ধ (.২%), হিন্দু (.১%), অন্যান্য (.৩%)। শাসন পদ্ধতি : পার্লামেন্টারি প্রজাতন্ত্র। আইনসভা : পার্লামেন্ট। উচ্চকক্ষ : সিনেট অব দ্য রিপাবলিক। নিম্নকক্ষ : চেম্বার অব ডেপুটিস। আয়তন : ৩ লাখ ১৩ হাজার ৩৮ বর্গকিলোমিটার।

জিডিপি : মোট ২.২১৩ ট্রিলিয়ন ডলার। মাথাপিছু : ৩৬ হাজার ১৯১ ডলার। মুদ্রা : ইউরো। জাতিসংঘে যোগদান : ১৪ ডিসেম্বর ১৯৫৫।

গ্রন্থনা : শওকত হোসেন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist