ইবরাহীম আদহাম

  ২৯ ফেব্রুয়ারি, ২০২০

একুশ তুমি

একুশ তুমি বায়ান্নয়ে

ফাগুনের দিনগুলি

মায়ের স্নিগ্ধ শীতল কোলে

শিশুর আধো বুলি।

একুশ তুমি প্রজাপতির

রং বাহারি পাখ

রাজপথ জুড়ে উত্তাল মিছিল

বাংলা ভাষার ডাক।

একুশ তুমি স্মৃতির ফ্রেমে

শহিদের ছবি আঁকা

শহীদ মিনারের আঙিনায়

ফুলের তোড়ায় ঢাকা।

একুশ তুমি প্রভাতফেরির

ভাই হারানো গান

রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা

বাংলা ভাষার মান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close