ইবরাহীম আদহাম

  ১৫ ফেব্রুয়ারি, ২০২০

একুশ

একুশ মানে মায়ের ভাষা

ভাইয়ের দেখা স্বপন

অম্বর কোলে রক্তরাঙা

স্বপ্ন সুখের তপন।

একুশ মানে ছেলেহারা মার

বুক ফাটানো কান্না

রাজপথ জুড়ে পিচঢালা পথে

রক্ত নদীর বন্যা।

একুশ মানে বিহগের গানে

বাংলা ভাষার স্বন

শহীদ মিনারে পুষ্পের ঘ্রাণে

ব্যাকুল করা মন।

একুশ মানে মম ভাষায়

হৃদয়ের কথা বলা

দেয়াল জুড়ে বর্ণমালার

অপরূপ কারুকলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close