আনোয়ারুল হক নোমান

  ১৪ ডিসেম্বর, ২০১৯

বিজয় একাত্তর

একাত্তরে হানাদারে স্বদেশ ভূমির মাটি

জবরদখল করে তারা চায় বানাতে ঘাঁটি।

জুলুম করে নির্বিচারে পুড়ায় বাড়িঘর

ট্যাংক-কামান আর রাইফেলেতে কাঁপায় থরথর!

রুদ্ধ মাঠে মুক্তিকামী বীর বাঙালি সেনা

জীবন বাজি রেখে তারা হঠায় অসুর ছানা।

অনাহারে অর্ধাহারে সমর মাঠে তারা

বন্দিশালা ভাঙল কত ভয় করেনি কারা।

স্বাধিকারে মাতিয়ে তুলে বজ্রকণ্ঠ বাণী

পরাধীনের ছিঁড়লে বেড়ি থাকবে না আর গ্লানি!

নয় মাসেরই রণাঙ্গনে রইল অবিচল

অস্ত্র ধরে, বীর বাঙালি বক্ষে রাখে বল।

এই মাটিতে বিলীন হলো লক্ষ মুক্তিসেনা

তাদের তরে স্বদেশ মাটি হলো খাঁটি সোনা।

ষোলো তারিখ বীর বাঙালি বাঁধল সুখের ঘর

বাংলাদেশের অভ্যুদয়ে বিজয় একাত্তর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close