আলমগীর কবির

  ১৯ অক্টোবর, ২০১৯

শিশু

শিশু যদি হাসে তবে

হাসে রাঙা ভোর,

দিকে দিকে খুলে যায়

আলোকের দোর।

শিশু যদি গায় তবে

পাখি গায় সুরে,

বুকভরা আলো নিয়ে

চাঁদ হাসে দূরে।

শিশু যদি নাচে তবে

প্রজাপতি নাচে,

পৃথিবীর যত আলো

শিশুদের কাছে;

পৃথিবীতে সুন্দর

আর কিছু আছে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close