বজলুর রশীদ

  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

তালগাছ

একটি পায়ে দাঁড়িয়ে থাকে

আকাশে দেয় উঁকি,

তালগাছের গুণাগুণ শুনে

খুশি ছোট্ট খুকি।

বাবা বলেন, বজ্রঝড়ে

গাছটি রক্ষা করে,

এই কারণে গাঁয়ে সবাই

তালগাছ রোপণ করে।

এই গাছেতে বাসা বাঁধে

বাবুই পাখির দল,

গাঁয়ের মানুষ আজও দেখে

পাখির কোলাহল।

গরমকালে তালের পাতায়

কেউবা গড়ে পাখা,

ভাদর মাসে পাকে সে ফল

রসে থাকে মাখা।

সে রস দিয়ে তৈরি করে

মজার পিঠা, পায়েস,

খুব গরমে পাখা দিয়ে

করে সবাই আয়েস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close