সামিমা বেগম

  ৩১ আগস্ট, ২০১৯

শরৎ সমীপে

গগনতলে ভিড় জমেছে সাদা মেঘের দল,

শরৎ এলো বর্ষা গেল রেখে বানের জল।

বাংলার ঘরে বছর ঘুরে আসে শরৎরানী,

উজান পানি শুষ্ক হলে গড়বে স্বপ্নখানি।

শিশির কণা ঝিলিক মারে নবীন কিরণ মেখে,

মাঠে দোলে সোনার ফসল জুড়ায় আঁখি দেখে।

শ্বেতপরী মেঘ পাখা মেলে বায়ুর দোলায় দোলে,

কাশফুলেরা সারি সারি ফোটে নদীর কোলে।

জ্যোৎস্না রাতে সুনীল আকাশ হাজার তারায় ঘেরা,

শিউলী, বকুল, কাশের ফুলে শরৎরানী সেরা।

যে বকুল ফোটে ঝরে নিশি রাতে,

শুভ্র ভোরে ছেলেমেয়ে ফুলের মালা গাঁথে।

সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ এলো ফিরে

চাষির হৃদে খুশির নহর সোনার ফসল ঘিরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close