হামীম রায়হান

  ২৪ আগস্ট, ২০১৯

বঙ্গবন্ধু নাই বলে কে?

বঙ্গবন্ধু নাই বলে কে?

বঙ্গবন্ধু নাই!

এই বাংলার মেঠোপথ বেয়ে

তাকেই যেন পাই।

আকাশ থেকে বৃষ্টি হয়ে

নামে শ্রাবণধারা,

বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ

শুনায় যেন তারা।

বঙ্গবন্ধু নাই বলে কে?

বঙ্গবন্ধু নাই!

আমন ধানের মাঠে বুঝি

তারই ছায়া পাই।

সর্ষে ফুলের সবুজ খেতে

মৌমাছিদের দলে,

গুনগুন গান করে তারা

নেতার কথায় বলে।

বঙ্গবন্ধু নাই বলে কে?

বঙ্গবন্ধু নাই!

কর্ণফুলীর ঢেউয়ে ঢেউয়ে

তাকেই যেন পাই।

কাশবনেরই শুভ্র ফুলে

বাতাস খেলায় মাতে,

ঝিরঝির বাতাস বলে

আছেন তিনি সাথে।

বঙ্গবন্ধু নাই বলে কে?

বঙ্গবন্ধু নাই!

এই বাংলার শ্যামল মায়ায়

তাকেই ফিরে পাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close