মোজাম্মেল সুমন

  ০৮ জুন, ২০১৯

বাবুর কাটানো ঈদুল ফিতর

ঈদের আগের শেষের রাতে সবার আগে নজর

পড়ে বাবুর জেগে ওঠা কারণ যাবে ফজর

নামাজ পড়তে! এই বায়না ধরেছিল সকালে

অজুর পর চুমা দিয়েছিলাম বাবুর কপালে।

মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে এসে বাসায়

কী কী করবে, কোথায় যাবে বলেছিল ভাষায়!

গোসল করে অজু শেষে নতুন পোশাক গায়ে

দিয়ে আতর মেখেছিল ছিল জুতাও পায়ে!

পরিবারের সবার সঙ্গে সেমাই খেয়েছিল

সালাম দিয়ে ঈদ সেলামি অনেক পেয়েছিল!

ঈদের নামাজ শেষে পথে সদকা দিয়েছিল,

মায়ের তরে রসগোল্লাও কিনে নিয়েছিল!

বাবু হেঁটে ফিরেছিল আমার আঙুল ধরে

বাসায় মাকে আদর করেছিল চুপটি করে।

দুপুর পর বাবুসহ আমি বেড়াতে বের হই

বলি সন্ধ্যারও আগে আমরা বাড়িতে ফেরবই!

ঘুরেছিল পুকুরপাড়ে, নদীর ধারেও শেষে

চড়েছিল কাঁঠালগাছে, লিচুগাছে হেসে!

আমি ছিলাম কাছে, পাকা আমও পেড়েছিল!

আম আঁটির ভেঁপুতে বাবুর মনটা কেড়েছিল!

শেষ বিকেলে রেললাইনেরও ধারে গিয়েছিল,

পথশিশুদেরকে নতুন জামাও দিয়েছিল।

রোজার খুশবু আজও চারিদিকে বিপুল ভিতর

বাহির বাবু মাতোয়ারা ছিল ঈদুল ফিতর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close