ইউনুস আহমেদ

  ২৭ এপ্রিল, ২০১৯

পহেলা বৈশাখ

টাক ডুমাডোম টাক ডুমাডোম নাচছে সবে তালে

আবার দেখ বসছে মেলা মগড়া নদীর কোলে।

নদীর কোলে বটের ছায়ে পঞ্চবটীর মেলায়

শিশু-কিশোর উঠছে মেতে নানা রকম খেলায়।

হরেক রকম খেলনাপাতি, মাটির হাঁড়িকুড়ি

মন্ডা-মিঠাই, খই, চিড়া আর কত মুড়কি-মুড়ি!

নাগরদোলায় যাচ্ছে দোলে, বায়োস্কোপে চোখ

ছেলেবুড়ো করছে হুল্লোড়, রাঙিয়ে তাদের মুখ।

মনের সেতার উঠল বেজে পহেলা বৈশাখে

নতুন করে লেখব চিঠি নীল ময়ূরের পাখে।

কল্যাণ হোক সব মানুষের থাকুক তারা ভালো

আঁধার কেটে আসুক আবার নতুন ভোরের আলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close