তুষার কুমার সাহা

  ০৬ অক্টোবর, ২০১৮

গ্রামের কথা

ঘুমের ঘরে রাত্রি কেটে সকাল যখন হয়,

সুর পাখিরা গানে গানে মনের কথা কয়।

দুয়ার খুলে খালি পায়ে হাঁটি যখন ঘাসে,

প্রজাপতি ফড়িং ছানা উড়ে উড়ে আসে।

আকাশ পানে মেঘের ফাঁকে সূর্য্যি যখন ওঠে,

গাছের ডালে সারি সারি নানা ফুল যে ফোটে।

শিশির জমা দুর্বা ঘাসে সূর্য্যি যখন পড়ে,

ঝিকিমিকি সূর্য্যের আলো চারিদিকে করে।

আকাশ পানে দল বেঁধে সব পাখি যখন ওড়ে,

নিজুম হাওয়া এলোমেলো ডাকে সুরে সুরে।

চিত্র অংকন পাঠ্য বইয়ে দেখি যখন মাখা,

মনে পরে গ্রামের কথা- কারণ, থাকি ঢাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close