আল-মাসুদ হক মিঠুল

  ২৫ আগস্ট, ২০১৮

রিমঝিম বৃষ্টি

রিমঝিম বৃষ্টি কি যে অনাসৃষ্টি?

দেই জলে ডুব।

শনশন বাতাসে অই নীল আকাশে

মেঘ ডাকে খুব।

টুপটাপ ছন্দে যাই পড়ে ধন্ধে

কাটে সারাক্ষণ।

কদমের গন্ধে খুশি লাগে রন্ধ্রে

যায় ছুটে মন।

খাল বিল পুকুরে রিমঝিম দুপুরে

ব্যাঙ করে খেলা

আষাঢ় ও শ্রাবণে বৃষ্টির ক্ষরণে

কেটে যায় বেলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close