রেজাউল রেজা

  ১১ আগস্ট, ২০১৮

বর্ষার রূপ

কখনও আসে সেজেগুজে

কখনও আসে আচমকা!

কখনও আসে একলা একা

কখনও নিয়ে ঝড় দমকা!

মাঝে মাঝে দিন-দুপুরে

সূর্যটা দেয় ডুব,

বর্ষাকালে তাল বেতালে

বৃষ্টি আসে খুব।

ঝির ঝির কিংবা মুষল ধারায়

বৃষ্টি দেখায় নাচ,

নাচের তালে শহর-পাড়ায়

বন্ধ থাকে কাজ।

নদী-নালা পুকুর ডোবা

পানিতে যায় ভরে,

চারদিকে কোলা ব্যাঙে

ঘ্যাঙর ঘ্যাঙর করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close