জীবনযাপন ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৮

বসন্তের সাজ

বাংলার প্রকৃতিতে এখন বসন্ত। রঙবেরঙের ফুলে ফুলে ভরে উঠছে চারপাশ। বসন্ত মানেই বাঙালির বাসন্তী রঙ ও ফুলের সাজে নিজেকে সাজিয়ে তোলা। ফ্যাশন হাউসগুলো ইতোমধ্যেই হলুদ ও বাসন্তী কাপড় দিয়ে শোরুমগুলো সাজিয়ে ফেলেছে। ফ্যাশন সচেতন নারী-পুরুষরা সেখান থেকে তাদের মনের মতো কাপড় বেছে নিচ্ছেন। বসন্তে কেমন সাজ চলবে এবার জেনে নেওয়া যাক।

পোশাক : ফাল্গুনে নারীদের প্রথম পছন্দ থাকে বাসন্তী কিংবা হলুদ শাড়ি। এবার অবশ্য সবুজ, টিয়া, বেগুনির সঙ্গে হলুদের কন্ট্রাস্ট শাড়িও চলছে বেশ। এছাড়াও তরুণীরা বেছে নিচ্ছেন ফাল্গুন উৎসবের সঙ্গে মানানসই ফতুয়া, কুর্তি ও টপস। পুরুষরা বরাবরের মতোই পাঞ্জাবি ও ফতুয়া পরেই ফাল্গুন কাটাবেন। এক্ষেত্রে লাল, হলুদ ও সবুজ রঙের চাহিদা সবচেয়ে বেশি।

গহনা : ফাল্গুনে ফুলের গহনাটাই বেশি চলে। গাদা ফুল কিংবা রজনীগন্ধা দিয়ে তৈরি করা তাজা ফুলের গহনাগুলো শাড়ির সঙ্গে বেশ মানিয়ে যায়। ইদানীং কৃত্রিম ফুলের গহনাও খুব চলছে। এবারের ফাল্গুনে কৃত্রিম ফুলের গহনার বেশ চাহিদা রয়েছে। এছাড়াও বরাবরের মতোই লম্বা মালার চলও থাকবে। সেই সঙ্গে হাত ভরে পরে নিন রংবেরঙের কাচের চুড়ি।

মেকআপ : দিনের বেলা বাইরে গেলে মুখে হালকা করে ফেসপাউডার লাগিয়ে নিন। কন্সিলার দিয়ে মুখের ছোটখাটো দাগ ঢেকে দিতে পারেন। মুখে হালকা বøাশন দিন। এই বছর লালের চাইতে কমলা লিপস্টিক চলছে বেশি। তাই সাজের সঙ্গে মানিয়ে গেলে কমলা লিপস্টিক দিয়ে ঠোঁট জোড়াকে রাঙিয়ে নিতে পারেন। চোখে হালকা আই শ্যাডো দিন। এক্ষেত্রে ব্রাউন, গোল্ডেন, কপার ইত্যাদি রংগুলো বেশি ভালো লাগবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist