আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জুলাই, ২০১৮

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২৪

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ টেকিরদাগে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়লে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সোমবার সকালে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী রজব আকডাগ। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে উপপ্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনায় আমাদের ২৪ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। তল্লাশি ও উদ্ধার অভিযান স্থানীয় সময় সকাল ৬টায় শেষ হয়েছে। পরিবহনমন্ত্রী আহমেত আরসলান জানান, রেললাইনের নিয়মিত পরিদর্শন গত এপ্রিলেই সম্পন্ন করা হয়েছিল। গত রোববার ৩৬২ জন যাত্রী ও ছয় জন কর্মী নিয়ে ইস্তাম্বুলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে ট্রনটি। প্রদেশের গভর্নর মেহমেত জানান, ভারী বৃষ্টির কারণে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। কিন্তু পরে পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লাইনচ্যুত হওয়ার কারণেই দুর্ঘটনা হয়। দুর্ঘটনার বিষয়ে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান ও পরিবহন মন্ত্রী ফোনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অবহিত করেছেন। এক বিবৃতিতে এরদোয়ান বলেন, দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist