শাহ আলম, খুলনা ব্যুরো

  ০৮ এপ্রিল, ২০২০

খুলনায় একসঙ্গে করা যাবে ৯৬ পরীক্ষা

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম গতকাল মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়েছে। এ দিন পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন উদ্বোধনের মধ্যদিয়ে এ কার্যক্রমের সূচনা করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

এতে একসঙ্গে ৯৬টি পরীক্ষা করা যাবে। খুমেক তৃতীয়তলায় মাইক্রোবাইলোজি বিভাগের ল্যাবে পিসিআর মেশিনটি স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র ছাড়াও বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, খুমেক হাসপাতালের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ, অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিভিল সার্জান ডা. সুজাত আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খুমেক উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, করোনা শনাক্তকরণ এ মেশিন দিয়ে একসঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করে যাবে। সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করা হবে। এ জন্য রোগীর লক্ষণ ও উপসর্গ দেখে খুমেক হাসপাতাল, সদর হাসপাতাল এবং জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্নারের বিশেষজ্ঞ চিকিৎসকে অনুমোদন প্রয়োজন হবে।

তিনি জানান, পিসিআর মেশিনে চার ঘণ্টার মধ্যে পরীক্ষার ফলাফল জানা সম্ভব হলেও তথ্যাদি দ্রুত সময়ে ঢাকাস্থ আইইডিসিআরে প্রেরণ করে নিশ্চিত হয়ে ফলাফল জানানো হবে।

তিনি বলেন, করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্তদের বিশেষায়িত হাসপাতাল হিসেবে খুলনা ডায়াবেটিক হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। সেখানে ৩০টি বেড প্রস্তুত করা হয়েছে। পরবর্তী সময়ে ১০০ তে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close