reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুলাই, ২০১৭

অবশেষে মারা গেল 'রাজলক্ষ্মী'

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মারাই গেল ‌‌'রাজলক্ষ্মী' নামের একটি বিশাল হাতি। শুক্রবার দুপুরের দিকে হাতিটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাতিটির মালিক সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে রাজলক্ষ্মীকে বাঁচানোর জন্য মালিক, ভেটেরিনারি সার্জন, সরকারি কর্মকর্তা ও বন বিভাগের লোকজন আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।হাতির মালিক সিরাজুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী গ্রামে।

জানা গেছে, গত ১৪ জুলাই শুক্রবার ট্রাক থেকে নামানোর সময় পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পায় 'রাজলক্ষ্মী'। এরপর অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রায় ১৫ মাস আগে নরসিংদীর কাজল খানের কাছে হাতিটি লিজ দিয়েছিলেন সিরাজুল ইসলাম। প্রায় ৩ হাজার কেজি ৩৫ বছর বয়সী হাতিটি মেরুদণ্ডে আঘাত পেয়েছিল।

রাজলক্ষ্মীর মালিক সিরাজুল ইসলামের দাবি, এক ব্যক্তি তার কাছ থেকে হাতিটি লিজ নেন। ফেরত দেয়ার সময় রাজলক্ষ্মী পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তিনি জানান, প্রায় ১৫ মাস আগে নরসিংদীর কাজল খানের কাছে হাতিটি লিজ দিয়েছিলেন। শর্ত ছিল, মালিকের যখন দরকার পড়বে তখন তিনি হাতিটি ফেরত দেবেন এবং কোথাও নিয়ে গেলে হেঁটে নিয়ে যাবেন। কিন্তু কাজল খান হাতিটি ফেরত দেয়ার সময় এটিকে ট্রাকে করে নিয়ে যান

জেলা ভেটেরিনারি সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার জানান, রাজলক্ষ্মীর ওজন প্রায় ৩ হাজার কেজি হবে। তার বয়স প্রায় ৩৫ বছর।

ডা. নিরোদ চন্দ্র সরকার জানান, হাতিটি মেরুদণ্ডে আঘাত পেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বুধবার সন্ধ্যার পর থেকে হাতিটি খাবার বন্ধ করে দেয়ায় তাকে স্যালাইন দেয়া হচ্ছিল।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজলক্ষ্মী',হাতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist