মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ০৩ জুলাই, ২০২৪

মঠবাড়িয়া অভিযোগ

টাকা না দেওয়ায়’ দোকান উচ্ছেদ, ইউএনওসহ চারজনের বিরুদ্ধে নোটিশ

ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া দাবির টাকা না দেওয়ায় পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন ডিসিআর করা জমির দোকান বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ডিসিআর মালিক আব্দুল হাই জেলা জজ আদালতের আইনজীবী মোস্তফা কামালের মাধ্যমে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ুমসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন।

গত ৫ জুন এ নোটিশ পাঠানো হয়েছে বলে বুধবার (৩ জুলাই) দুপুরের দিকে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হাই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত অন্যান্য কর্মকর্তারা হলেন, মঠবাড়িয়া সহকারী কমিশনার (ভূমি) রইসুল ইসলাম, নাজির রাসেল মিয়া ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাইদুর রহমান।

উকিল নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত. লাল মিয়া হাওলাদারের ছেলে আব্দুল হাই শহরের অ-কৃষি সরকারি জমি লিজ নিয়ে আধাপাকা দোকান নির্মাণ করে ৫০ বছর ধরে ব্যবসা করে আসছিলেন। কিন্তু কোনো প্রকার নোটিশ ছাড়াই গত ২৫ জানুয়ারি ওই ব্যবসা প্রতিষ্ঠানটি গুড়িয়ে দেওয়া হয়। এতে দোকান মালিকের ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হাই বলেন, ১৯৯৮ সালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত একটি আদেশে উল্লেখ করেন, বৈধ লাইসেন্সধারীদের বিকল্প পজিশনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না।

তিনি আরো বলেন, তার লাইসেন্স নবায়নের আবেদন করলে ভূমি অফিসের নাজির রাসেল মিয়া তার পজিশনের অর্ধেক দাবি করেন। এবং ভূমি উপ-সহকারী সাইদুর রহমান আড়াই লাখ টাকা দাবি করেন। তাদের দাবি করা সুবিধা না দেওয়ায় গত দুবছর আগে তাকে ঘুরাতে থাকেন। একপর্যায় বিনা নোটিশে তার ব্যবসা প্রতিষ্ঠানটি গুড়িয়ে দেয়।

জানতে চাইলে অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) রইসুল ইসলাম, নাজির রাসেল মিয়া ও ভূমি উপ-সহকারী সাইদুর রহমান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ুম বলেন, এ সংক্রান্ত কোনোপ্রকার নোটিশ তিনি পাননি। ইউএনও আরো বলেন, সরকারের বিধি ও নিয়মের বাইরে কোনো কাজ করার সুযোগ নেই।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুর,মঠবাড়িয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close