কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২৪

দারুস শেফার অপরেশন থিয়েটার বন্ধ, তদন্ত কমিটি 

ছবি: প্রতিদিনের সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জের দারুস শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার যেন অপচিকিৎসার আখড়ায় পরিণত হওয়া প্রতিষ্ঠান। দারুস শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সর্বশেষ অপচিকিৎসায় প্রসূতি লাভলী বেগম (২৬) নামের এক নারী মারা যান গত মাসের ২৯ মার্চ। ঘটনার পরদিন ৩০ মার্চ প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপরেশন থিয়েটার সিলগালা করেন কালীগঞ্জ ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। প্রতিষ্ঠানটির ডাক্তার রোকসানা পারভিন ও তার স্বামী ফিরোজ আহমেদের অপচিকিৎসার আখড়ায় পরিণত হওয়া দারুস শেফা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রায়ই অপচিকিৎসার ঘটনা ঘটে। প্রতিবারই গোপনে রোগী বা স্বজনদের ম্যানেজ করেন প্রতিষ্ঠানটির সত্বাধিকারী ও ডা. রোকসানা পারভিনের স্বামী ফিরোজ আহমেদ। গত মাসে প্রসূতি লাভলী বেগম মারা গেলে ওইদিনই তার স্বামী কালীগঞ্জ ওয়ালটন শোরুমের সেলসম্যান (যশোর রোড) এনামুল কবির মোটা অঙ্কে টাকার বিনিময়ে গোপনে মিটিয়ে নেন।

কালীগঞ্জ ওয়ালটন শোরুমের সেলসম্যান এনামুল কবির মোবাইলে বলেন, আমি কোনো টাকা নেইনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এরই মধ্যে একটি তদন্ত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালীগঞ্জ,দারুস সালাম,কমিটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close