নাটোর প্রতিনিধি

  ০৯ মার্চ, ২০২৪

নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

ছবি: প্রতিদিনের সংবাদ

নাটোরে নিহত পুলিশ সদস্যেদের স্মরনে পালন করা হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে পুলিশ লাইনস ড্রিল সেড চত্বরে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরাবতা পালন দোয়া করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলামের সভাপতিত্বে ড্রিল সেডে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, পিবিআই পুলিশ সুপার শরিফ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শরিফুল ইসলাম, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিন নেলী, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও নিহতের পরিবার বর্গ।

এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের কারণে এবং কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মান জানানোর উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের পহেলা মার্চ এই দিনটি উদ্যাপন করে আসছে। আলোচনা শেষে জেলার ১৭ জন শহীদ পুলিশ পরিবারের মাঝে স্মারক সম্মাননা প্রদান করা হয়।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,পুলিশ মেমোরিয়াল ডে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close