বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

বাঁশখালীতে কয়েলের আগুনে প্রাণ গেল শিশুর

ছবি: প্রতীকী

চট্টগ্রামের বাঁশখালীতে কয়েলের আগুনে দগ্ধ হয়ে সালমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার মধ্যম গন্ডামারা ৩ নম্বর ওয়ার্ডের হাদির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মশা মারার কয়েল থেকে শিশুর গায়ের কম্বলে আগুন লাগে। এতেই ঘুমন্ত অবস্থায় শিশুর ৪০ শতাংশ পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার ভোরের দিকে মারা যায় সে।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন জানান, ওই শিশুর মা রুমার তালাক হওয়ায় সে তার নানার বাড়িতে নানির সঙ্গে থাকে। শিশুটি মানসিক প্রতিবন্ধী। তাকে বাসায় রেখে নানি কাজে বের হলে রাত সাড়ে আটটার দিকে শিশুটি দগ্ধ হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,বাঁশখালী,কয়েল,আগুন,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close