লালমনিরহাট প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

লালমনিরহাট সীমান্তে রোহিঙ্গা নারী আটক

আটক রোহিঙ্গা নারী মোছা. রমিদা (২৩)।ছবি: প্রতিদিনের সংবাদ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি কোরিডোর সীমান্তে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ওই নারীকে পাটগ্রাম থানায় হস্তান্তর কর হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার তথ্য নিশ্চিত করেন বলেন, ‘তাকে আজ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।’

এর আগে, সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন ওই রোহিঙ্গা নারী।

আটক রোহিঙ্গা নারী হলেন, মোছা. রমিদা (২৩)। সে মৃত সৈয়দ কবির মেয়ে। তিনি উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২-তে থাকতেন।

জানা যায়, উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ি করিডোর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে পাটগ্রাম থানায় হস্তান্তর করে তারা। নারী সহকারী উপপরিদর্শক (এএসভাই) দীপিকা দাস এর সহায়তায় তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে শারীরিক ও মানসিকভাবে বিপর্যন্ত হওয়ায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা এ বিষয়ে বলেন, ওই নারীকে খোঁজ খবর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close