সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

সাতকানিয়ায় আবারো নদভীর শ্যালক চেয়ারম্যানের ওপর হামলা

ছবি: সংগৃহীত

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ ড. আবু রেজা নেজামুদ্দিন নদভীর শ্যালক মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরীর ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চরতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত রুহুল্লাহকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৌকার পক্ষে কাজ করায় সাইফুল বাহিনীর সদস্যরা এ হামলা করেছে বলে দাবি করেছেন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী জানান, ইউপি কার্যালয়ে অন্য লোকজন নিয়ে বসা ছিল চেয়ারম্যান রুহুল্লাহ। এ সময় দেলোয়ার নামের ব্যক্তি চেয়ারম্যানকে নিয়ে বাইরে গেলে ২০ থেকে ৩০জন লোকজন এসে রুহুল্লাহর ওপর হামলা করে। এতে রুহুল্লাহ রক্তাক্ত আহত হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এর আগে, নির্বাচনী প্রচারে গত বছরের ২১ ডিসেম্বর দক্ষিণ চরতী এলাকায় রুহুল্লাহর ওপর আরো একবার হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রুহুল্লাহসহ আরো অন্তত ১০ থেকে ১২জন আহত হয়।

রুহুল্লাহর ওপর হামলার বিষয়ে নদভীর সহধর্মিনি রিজিয়া রেজা চৌধুরী বলেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অপরাধে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান রুহুল্লাহকে হত্যার পরিকল্পনা নিয়ে বার বার হামলা হচ্ছে। এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী আরো বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,সাতকানিয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close