মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

  ০৯ জানুয়ারি, ২০২৪

চুয়াডাঙ্গা-২ (দামুরহুদা, জীবননগর ও সদরের একাংশ) আসন

কেন্দ্র দখলসহ নানা অভিযোগে পুনর্নির্বাচনের দাবি হাশেম রেজার

ছবি: প্রতিদিনের সংবাদ

চুয়াডাঙ্গা-২ (দামুরহুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনে অনিয়মের অভিযোগে পুনর্নির্বাচনের দাবি করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা। এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলী আজগর টগরের সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে জোরপূর্বক ভোটদান, পোলিং এজেন্টদের মারধর, বিভিন্ন অনিয়ম ও প্রশাসনের অসহযোগীতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে পুনর্নির্বাচনের দাবি করেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবু হাশেম রেজা তার নিজ গ্রাম দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি নির্বাচনী কার্যালয়ের সংবাদ সন্মেলন করেন। হাশেম রেজা দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট-এর প্রকাশক-সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি সদস্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবু তালেব, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, নাটুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মমিন মাস্টার প্রমুখ।

চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হাশেম রেজা সংবাদ সম্মেলনে বলেন, ‘নির্বাচনী প্রচারের শুরু থেকে আমার পক্ষের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি দেন বর্তমান সংসদ সদস্য আলী আজগর টগরের কর্মী-সমর্থকরা। তারা আমার কর্মীদের বাড়ির খরের গাদায় আগুন। সন্ত্রাসীদের দিয়ে আমার পথসভায় হামলা চালায়। প্রকাশ্যে আগ্নেয় অস্ত্র প্রদর্শনসহ বিভিন্নভাবে আমার কর্মী-সমর্থকদের বাধা দেয়।’

আবু হাশেম অভিযোগ করেন, ‘ভোটের দিন (৭ জানুয়ারি) জোর করে কেন্দ্র দখল, জাল ভোটদানসহ নানা অনিয়মের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে। চুয়াডাঙ্গার স্থানীয় সংবাদপত্রসহ বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে খবর ও সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্র দখল করে নৌকার পক্ষে ভোট চলছে বলে তথ্য প্রকাশিত হয়। নৌকার পক্ষে জাল ভোটদানের জন্য কয়েকজনকে জেল-জরিমানা করে প্রশাসন। ছাপ্পা ও জাল ভোটের মাধ্যমে নৌকার নির্লজ্জ বিজয় আমার চুয়াডাঙ্গা-২ আসনের জনগণ প্রত্যাক্ষাণ করেছে। তাই পূণরায় নির্বাচনের দাবি জানিয়ে মাঠে নেমেছে লোকজন।’

চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহনের আবেদন করে আদালতে রিট করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান আবু হাশেম রেজা। তিনি বলেন, ‘নির্বচানের পর নৌকার প্রার্থী টগরের লোকজন আমার পক্ষে কাজ করা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করছে। মারধর করে আহত করে অনেককে হাসপাতালে পাঠিয়েছে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চুয়াডাঙ্গা,দামুড়হুদা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close