শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ০৩ জানুয়ারি, ২০২৪

শৈলকুপায় কৃষকের সবজি খেত নিধন

ছবি: প্রতিদিনের সংবাদ

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে পচনশীল কীটনাশক ছিটিয়ে এক কৃষকের ২০ শতক জমির সবজি খেত কেটে নিধন করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জানুয়ারি) সকালের দিকে উপজেলার বাড়ইহুদা গ্রামের মাঠে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই গ্রামের মো. মুন্নাফ বিশ্বাস একজন গরীব প্রান্তিক কৃষক। চাষ করেই পরিবার পরিজন নিয়ে সংসার চলে তার। এ বছর বাড়ির পাশের ২০ শতক জমিতে পুঁই শাক চাষ করেন তিনি। ফলনও মোটামুটি ভালো হয়। বুধবার সকালে তার স্ত্রী খেতে গিয়ে দেখতে পান জমির সব সবজির রং কালচে-সাদাটে হয়ে গিয়েছে। স্ত্রীর কাছে খবর পেয়ে জমিতে যান ওই কৃষক। এ খবর প্রতিবেশিদের মধ্যে ছড়িয়ে পড়লে শতশত কৃষক এ দৃশ্য দেখতে আসেন।

কৃষক মুন্নাফ বিশ্বাস বলেন, চলতি সপ্তাহের যে কোনো রাতের আঁধারে দুর্বৃত্তরা পচনশীল কীটনাশক ছিটিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ,শৈলকুপা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close