ঝিনাইদহ প্রতিনিধি

  ২৩ মে, ২০২৩

ঝিনাইদহে পলিথিন বিক্রি করায় ব্যবসায়ীকে অর্থদণ্ড

ছবি : সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে অভিযান চালিয়ে পলিথিন বিক্রি ও গুদামজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণে আদালত। পরে জব্দ করা ১৬০ কেজি পলিথিন ধ্বংস করা হয়।

গত সোমবার বিকেলে এ অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-৬-এর একটি দল। এতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মেসার্স মঞ্জুরুল পিপিআর নামে প্রতিষ্ঠানের মালিক লাবনী আক্তারকে (২৫) ৩৫ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি এবং গুদামজাত করার অপরাধে এই দণ্ড দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, জুনিয়র কেমিস্ট মো. মুন্তাছির রহমান ও র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পলিথিন বিক্রি,ঝিনাইদহ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close