reporterঅনলাইন ডেস্ক
  ২৩ নভেম্বর, ২০২১

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

ছবি : সংগৃহীত

সিলেটে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। সিলেট বিভাগীয় কমিশনারের আশ্বাসের ভিত্তিতে তারা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের দাবির বিষয়ে বিভাগীয় কমিশনার এবং ডিজাইজি মহোদয়ের আশ্বাসের ভিত্তিতে আমরা ৫ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’

সোমবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আলমপুরস্থ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবহন শ্রমিক নেতারা অংশ নেন। আড়াই ঘণ্টার অধিক সময় সভা শেষে এ সিদ্ধান্ত আসে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,পরিবহন ধর্মঘট স্থগিত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close