ফরিদপুর প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০২১

সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ও বহিষ্কৃত যুবলীগ নেতা আটক

ছবি : প্রতিদিনের সংবাদ

দুই হাজার কোটি টাকা ম্যানি লন্ডারিং মামলার অন্যতম আসামি ও জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলার আসামি সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর এপিএস বহিষ্কৃত যুবলীগ নেতা এইচ এম ফুয়াদকে আটক করেছে ফরিদপুর পুলিশ। গতরাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে ফরিদুপরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বলেন, গতরাতে তাকে ঢাকা থেকে আটক করা হয় আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলার আসামি সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর এপিএস এইচ এম ফুয়াদকে। তিনি বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপন করে ছিলেন ঢাকা সহ দেশের বিভিন্নস্থানে। এর আগে, তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল।

এদিকে, তার বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর মধ্যে দুটি ম্যানি লন্ডারিং ও আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় চাজর্শীট দিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এলজিআরডি,সাবেক মন্ত্রী,এপিএস,যুবলীগ,ফুয়াদ,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close