মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০২১

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে মো.সুজন মিয়া (৩০) ও সাহেদ মিয়া (৪০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে সাড়ে ৬টা দিকে মাধবপুর উপজেলার সুশান সিএনজি স্টেশন বিপরীতে অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ সুজন মিয়া আন্দিউরা ইউনিয়নের বারচান্দুরা গ্রামে সাদেক মিয়া ছেলে, অপর ব্যক্তি সাহেদ মিয়া বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামে মৃত কালা মিয়া ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে প্রতিদিনের মতো চার্জে দেয়া অটোরিকশা গ্যারেজে থেকে বের করার সময় সাহেদ মিয়ার শরীরে বিদ্যুৎস্পর্শ হয়। তাকে বাঁচাতে গেলে অটোরিকশা গ্যারেজ মালিক মোঃ সুজন মিয়ারও একই পরিণতি হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি চিৎকার দিলে বাবুল নামে একজন দ্রুত মেইন সুইচ বন্ধ করেন। পরে আশপাশের লোকজন দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সুজন মিয়া ও সাহেদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো করা হবে ও অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হবিগঞ্জ,মাধবপুর,রিকশা গ্যারেজ,বিদ্যুৎস্পর্শ,দুই যুবক,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close