reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে সড়কে গেলো দুই যুবকের প্রাণ

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলের চামটা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে অপর যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক শফিকুর রহমান শফিক(২৫) ও যাত্রী আতিক সোবহান(২২)।

জানা যায়, নিহত শফিক নেত্রকোনার দূর্গাপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

নান্দাইল হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, নিহত যুবক মোটরসাইকেল চালিয়ে আরোহীকে নিয়ে হাওড় ভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে নান্দাইলের চামটা নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কায় দূর্ঘটনা কবলিত হয়। এতে শফিক ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। তবে ট্রাক আটক করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,সড়কে গেলো,যুবকের প্রাণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close