গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০২০

গোমস্তাপুরে আ’লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. তোসলিম উদ্দিন পটলের বাড়িতে হামলার ঘটনায় ৩ আসামিকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার চৌডালা ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে বাবুল (৪৮), তার স্ত্রী ফুলো বেগম (৪০) ও তার মেয়ে রুমিতা খাতুন (২১)। এর আগে একই এলাকার মানিবের ছেলে শামীমকে (২৫) আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, এজাহার ভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুলাই উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে বাবুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী একই এলাকার আওয়ামীলীগ নেতা ডা. তোসলিম উদ্দিন পটলের বাড়িতে হামলা করে তার স্ত্রী, সন্তান ও ভাইসহ ৫ জন গুরতর আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার পুত্রবধু নাজরিন বাদী হয়ে সেদিনই গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোমস্তাপুর,আ’লীগ নেতা,হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close