সাতক্ষীরা প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৯

সুবর্ণচরে গণধর্ষণ, সাতক্ষীরায় মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. ওসমান গনি, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, অ্যাড ফাইমুল হক কিসলু, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নোয়াখালীতে একজন নারীর উপর বর্বরোচিত ঘটনা দেশবাসীকে ক্ষুব্ধ করেছে। এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শুধু গ্রেফতার নয়, দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে তাদের ফাঁসি দিতে হবে।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুবর্ণচর,গণধর্ষণ,মানববন্ধন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close