মাজহারুল ইসলাম মিশু, হালুয়াঘাট

  ১৬ এপ্রিল, ২০১৮

হালুয়াঘাটে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ময়মনসিংহের হালুয়াঘাটে খরিপ ১/২০১৮-১৯ মৌসুমে উফশী ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সোমবার সকালে উপজেলা খাদ্য গোদাম চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একহাজার একশত পচানব্বই জন কৃষকের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি বীজ, বিশ কেজি ইউরিয়া, দশ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ খান, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, পৌর মেয়র খাইরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি করিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমদ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হালুঘাট,বীজ ও রাসায়নিক সার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist