reporterঅনলাইন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর, ২০১৭

বাবার চাহিদা মতো কম বয়সী মেয়ে যোগান দিত বিষকন্যারা

ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহকে জেলে ঢোকানোর পর থেকে তার সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য প্রতিদিনই সামনে আসছে।

পুলিশ রাম রহিমের গোপন ডেরাতে তল্লাশি চালিয়েছে। তার গোপন সেনাবাহিনী সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এমনকি তার নিরাপত্তায় নিয়োজিত ছিল কুরবানি ডাল নামের একটি গোষ্ঠী। যাদের মূল লক্ষ্য ছিল নিজেদের জীবনের বিনিময়ে বাবার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সম্প্রতি রাম রহিম সম্পর্কে আরো একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ধর্ষক বাবা একদল নারী দালাল নিয়োগ করেছিলেন। সেই দালালদের দায়িত্ব ছিল অল্পবয়সি, নিষ্পাপ মেয়েদের প্রশিক্ষণ দেয়া। আর প্রশিক্ষণের বিষয় ছিল ধর্ষক বাবার যৌন চাহিদা পূরণ করা।

ওই দালালরা রোবটের মতো রাম রহিমের নির্দেশে কাজ করতেন। প্রতি রাতে নতুন নতুন মেয়ে দিয়ে নিজের যৌন খিদে মেটাতেন রাম রহিম। তবে ডেরায় শুধু রাম রহিম নয়, বহু রাজনৈতিক নেতাও যেতেন বিনোদনের জন্য, পেতেন মদ, নারী এবং টাকা।

এই দালালদের বিষকন্যা বলে সম্মোধন করেছিলেন ধর্ষক বাবার শাস্তির পিছনে থাকা এক মহিলা। তার দাবি, তিনি গুহার বাইরে নিরাপত্তা দিতেন। তখনই দেখেছিলেন বহু মেয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কেউই বলত না, তাদের সঙ্গে কী হয়েছে। মূলত সেখানে মেয়েদের ঢোকানো হত। তারপর বিভিন্ন জিনিস দিয়ে তাদের প্রলোভন দেখানো হত। তারপর বলা হত, বাবা তাদের নির্বাচিত করেছেন, নিজের সবচেয়ে প্রিয় শিষ্যা হিসেবে। এবার তাদের পবিত্র করার জন্য নিজের কাছে ডাকবেন। তবে শুধু যৌন খিদে মেটানোই নয়, বাবার জন্য রান্না থেকে কাপড় কাচা, সবই করত হত ওই সমস্ত মেয়েদের। এ ছাড়া ওই দালালরা গুহার সমস্ত মেয়েদের ওপর সর্বক্ষণ নজর রাখতেন। কেউ যদি বাবার বিরুদ্ধে মুখ খুলত, তাহলে তার কপালে দিনের পর দিন খাবার জুটত না। এ ছাড়া নানা ধরনের অত্যাচারতো চলতই। রেহাই মিলত না ছেলেদেরও। তবে ছেলেদের অপরাধ গুহায় তারা কোনো মেয়ের দিকে তাকালেই পেতে হত কড়া শাস্তি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাবা,রাম রহিম,কম,মেয়ে,যোগান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist