reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০১৭

স্ত্রীর খরচের জন্য নিজের কিডনি বিক্রির বিজ্ঞাপন!

স্ত্রীর খরচ মেটাতে এবার স্বামী নিজের কিডনি বিক্রির জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। মাসে মাত্র ২২০০ টাকার খরচ জোগাতে না পেরে স্বামী বেচারা এই পন্থা বেছে নিয়েছেন। ভারতের মধ্যপ্রদেশের বিদিশা এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রকাশ আহিরওয়ার নামে ওই ব্যক্তি পেশায় একজন পাইপ মিস্ত্রি।

ঘটনার শুরু অনেক আগে থেকেই। ২০০২ সালে বিয়ে হয় প্রকাশের। স্ত্রী অষ্টম শ্রেণি পাস। বিয়ের পরেও স্ত্রীকে পড়াশোনা চালিয়ে নিয়ে যাতে উৎসাহ দেন তিনি। তার স্ত্রী বিএ পাস করেন। এরপর কম্পিউটার এডুকেশনে একটি স্নাতকোত্তর ডিপ্লোমা, এমনকি বি.এড-ও পাস করেন প্রকাশের স্ত্রী। একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করেন ওই মহিলা।

কিন্তু, এরপরই প্রকাশের স্ত্রী আদালতে গিয়ে তার স্বামী রোজগারের কোনো চেষ্টাই করে না বলে অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের মামলা ঠুকে দেন। পরে মাসিক ২২০০ টাকা খোরপোষসহ বিবাহ বিচ্ছেদের নির্দেশ দেয় আদালত।

আদালতের নির্দেশের পর শহরের বিভিন্ন স্থানে কিডনি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন প্রকাশ। প্রকাশের দাবি, স্ত্রীর পড়াশোনার খরচ জোগাতে গিয়ে বাড়ি বিক্রি করতে হয়েছে। এখন তার হাতে কানাকড়িও নেই। তিনি সর্বস্বান্ত। তার ভাষ্য, কিডনি বিক্রি করে খোরপোষ দেওয়া ছাড়া তার হাতে আর কোনও উপায় নেই। তবে তিনি তার স্ত্রীকে কতোটা ভালোবাসেন, ওই বিজ্ঞাপনে প্রকাশ তা ভালোভাবে জানিয়ে দিয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্ত্রীর খরচ,স্বামী,কিডনি বিক্রি,বিজ্ঞাপন,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist